বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

ব্লগ ডিটেইলস

Image

ঢাবি শিবির আয়োজিত ‘জুলাইলিপি’ প্রতিযোগিতা ২০২৪”

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। শহীদ-গাজীদের অকাতরে জীবন কুরবান ও তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের অদম্য সাহস ও বুলেটের সামনে পেতে দেয়া বুক আমাদের জন্য প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদেরা আমাদের জাতীয় বীর। সেই বীরদের যথাযথ স্মরণে এবং জুলাই বিপ্লবের স্পিরিটকে ছড়িয়ে দিতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করেছে ‘জুলাইলিপি’ প্রতিযোগিতা।
 ‘জুলাইলিপি’ প্রতিযোগিতার বিষয়—
⁃ জুলাই বিপ্লবের স্মৃতিচারণ
⁃ প্রবন্ধ
⁃ আন্দোলনের অভিজ্ঞতা
⁃ শহীদদের জীবনী
⁃ গবেষণা প্রবন্ধ ইত্যাদি
 অংশগ্রহণের শর্তাবলি:
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান যেকোনো শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
গ. আপনার লেখাটি সর্বনিম্ন ১০০০ ও সর্বোচ্চ ৩০০০ শব্দের মধ্যে হতে হবে।
ঘ. লেখাটি অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত হতে হবে।
ঙ. আপনার লেখাটি তথ্যগতভাবে নির্ভুল হতে হবে।
 লেখা পাঠানোর পদ্ধতি
ক) নিম্নের ইমেইলে আপনার লেখাটির ডক ও পিডিএফ ফাইল পাঠাতে হবে।
খ) সংযুক্ত ফাইলের নিচে আপনার নাম, সেশন, ডিপার্টমেন্ট, হল, ঢাবি রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, ও ইমেইল যুক্ত করতে হবে।
গ) সাবজেক্ট অংশে থাকতে হবে: Julylipi_DUShibir_(First Name)_(DU Registration No) যেমন: Julylipi_DUShibir_Faysal_1234567
 লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
 লেখা পাঠানোর শেষ সময়: ৩০ নভেম্বর, ২০২৪ (রাত: ১১.৫৯ মিনিট)
 বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া:
⁃ লেখার সাহিত্য মান, তথ্য বিশ্লেষণ, উপস্থাপনা শৈলি ও লেখার সার্বিক মূল্যায়ন পূর্বক সম্মানিত বিচারক পর্ষদ চূড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।
⁃ বিজয়ী নির্বাচনে বিচারকদের রায় চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
  প্রতিযোগিতার পুরস্কার:
১ম: ২০ হাজার টাকা
২য়: ১৮ হাজার টাকা
৩য়: ১৫ হাজার টাকা
৪র্থ: ১৩ হাজার টাকা
৫ম: ১২ হাজার টাকা
৬ষ্ঠ থেকে ১০ম: ৬ হাজার টাকা
১১তম থেকে ২০ তম: ৩ হাজার টাকা
২১তম থেকে ৫০তম: ১ হাজার টাকা ও বই
যে কোন প্রয়োজনে
নুরুল ইসলাম নূর
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মোবাইল: 01610969657
মোঃ আনিছ মাহমুদ ছাকিব
শিক্ষা ও গবেষণা সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।